খুলনায় নির্মাণাধীন ছয় তলা ভবন থেকে পড়ে মো. মামুন (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ মে) ভোরে মহানগরীর নিউ মার্কেট এলাকার ওই ভবনে কাজ করার সময় নিচে পড়ে তার মৃত্যু হয়।
নিহত মামুন মাগুরার শালিখা উপজেলার বলাইনা ঘোষা গ্রামের সুরত আলীর ছেলে।
নগরীর সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, মো. আফছার আলীর মালিকানাধীন কেডিএ নিউ মার্কেট এলাকার ২০ কেডিএ ইরফান মার্কেটের সেইফ অ্যান্ড সেইভের ছয় তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। সোমবার ভোরে মামুন ওই ভবন থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকাল সাড়ে ৭টায় সোনাডাঙ্গা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
খুলনা গেজেট/কেএম