খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাধীনতা স্বপক্ষের রাজনৈতিক দল নিয়েই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দলের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক অপশক্তি, উগ্র মৌলবাদ জঙ্গীবাদ নির্মূল ও ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। এজন্য প্রয়োজন সুসংগঠিত সংগঠন।
তিনি ১৪ দলের নেতাদের উদ্দেশ্যে বলেন, সব ভেদাভেদ ভুলে গিয়ে ১৪ দল সহ স্ব স্ব সংগঠনকে শক্তিশালী করতে হবে। ১৪ দল সুসংগঠিত ছিল বলেই জঙ্গীবাদ, সন্ত্রাস নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। তাই আসুন ঐক্যবদ্ধভাবে জঙ্গীবাদ দমনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি।
শনিবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে ১৪ দলের সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
মহানগর জাসদের সভাপতি খালিদ হোসেনের পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ১৪ দলের নেতা ডা. এম এন আলম সিদ্দিকী, এ্যাড. মিলন মোহন মন্ডল, তারক চন্দ্র রায়, মো. গোলাম নবী মাসুদ, মো. বহর উদ্দিন বিশ্বাস, শেখ মফিদুল ইসলাম, দেলওয়ার উদ্দিন দিলু, সুজিত মল্লিক, এস এম জাকারিয়া জাকির, সোলেমান হাওলাদার, এফ এম ইকবাল, মো. বাসার, এ্যাড. মিনা মিজানুর রহমান, শেখ গোলাম মোস্তফা, মো. আরিফুজ্জামান মন্টু, মো. খলিলুর রহমান, আব্দুল হালিম মোল্লা প্রমূখ।