খুলনায় ১০ ঘন্টার ব্যবধানে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৭ মে) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, খুলনার শফিকুল ইসলাম(৬০) ও নড়াইলের উজ্জ্বল শেখ (৪০)। এ নিয়ে খুলনা করোনা হাসপাতালে ২৪২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৪ টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল ইসলামের মৃত্যু হয়। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সিদ্দিকীয়া মহল্লার মৃত সোনা মিয়ার ছেলে। ৩ মে তিনি খুলনা করোনা হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
এর আগে ভোর ৫ টা ৪০ মিনিটে খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল শেখের মৃত্যু হয়। তিনি নড়াইল লোহাগড়া মল্লিকপুর এলাকার মোকাব্বর শেখের ছেলে।
খুলনা গেজেট/ এস আই