হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপি হরতালে খুলনায় কোন প্রভাব পড়েনি। সকাল থেকেই নগরীতে যান চলাচল স্বাভাবিক ছিল। দোকানপাট খোলা ছিল। হরতাল আহবানকারীদের কোন তৎপরতা চোখে না পড়লেও নগরীতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল লক্ষণীয়। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এদিকে হরতালের বিরুদ্ধে নগরীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের তৎপরতা ছিল। হরতাল বিরোধী মিছিল ও সমাবেশও করেছে তারা।
খুলনা গেজেট/ টি আই