খুলনা, বাংলাদেশ | ২৯ পৌষ, ১৪৩১ | ১৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  চার ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু
  স্প্যানিশ সুপার কাপ : রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

খুলনায় স্বেচ্ছাসেবক দলের দুটি থানা শাখার কর্মীসভা

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা শাখার কর্মীসভা শনিবার সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হিলটনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বেগবান করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার শপথ নেওয়া হয়েছে ।

জামির হোসেন  আরও বলেন, ক্ষমতাসীনরা বিরোধী দলের ওপর দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রের সমস্ত স্তম্ভকে ভেঙ্গে দিয়েছে। দেশকে এ অবস্থা থেকে বের করে আনার জন্য অথর্ব, অযোগ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সত্যিকার অর্থে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। সরকার অবিলম্বে এ ধরনের নির্বাচনের ব্যবস্থা বাতিল না করলে দাবি আদায়ের লক্ষে জনগণকে সঙ্গে নিয়ে সরকারের পদত্যাগে একদফা আন্দোলনে নামতে হবে উল্লেখ করে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি । তিনি বলেন, আজকে উগ্রবাদ, জঙ্গিবাদ আর সাম্প্রদায়িকতা বলেন সবকিছুর মুলে হচ্ছে গনতন্ত্রকে সংকচিত করা এবং বিরোধী মতকে সহ্য করতে না পারা। গনতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতা কর্মীদের একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান।

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের খুলনা বিভাগীয় সহ-সভাপতি মোঃ তৈয়েবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ডি জেড এম হাসান-বিন শফিক সোহাগ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন নিটল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) গালিব ইমতিয়াজ নাহিদ। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কোষাধ্যক্ষ এ এস এম কামরুজ্জামান জাপান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম পলাশ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সোহেল আহমেদ মানিক, খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক তানু ভুইয়া ও
মাগুরা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক গোলাম জাহিদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, ওয়াহিদুজ্জামান হাওলাদার, শরিফুল ইসলাম টিপু, সাইফুল ইসলাম, এডভোকেট ওমর ফারুক বনী প্রমুখ। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।

খুলনা গেজেট/ টি আই

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!