যশোর সেনানিবাসের তত্ত্বাবধানে খুলনায় দু’দিনব্যাপী ত্রাণ বিতরণ বুধবার শেষ হচ্ছে। খুলনা নগরীর দু’হাজার দুঃস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হচ্ছে। সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মদের নির্দেশক্রমে আজ মঙ্গলবার থেকে খুলনায় এ কর্মসূচি শুরু হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ৫৫ পদাতিক ডিভিশনের ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। দুঃস্থদের জন্য চাল, আটা, তেল, ডাল, লবণ ও আলু দেওয়া হচ্ছে। এ ত্রাণ সামগ্রী চার সদস্যের পরিবারে সাত দিন সংসার চলবে।
এছাড়া করোনা ভাইরাস রোধে অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তার উদ্দেশ্যে সেনাবাহিনী ১ জুলাই থেকে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত টহল দিচ্ছে। সেনাবাহিনী বিভিন্ন এলাকায় অস্থায়ী ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা সেবাও দিচ্ছে।
খুলনা গেজেট/এএ