খুলনার দৌলতপুরে র্যাবের অভিযানে পরিত্যক্ত একটি প্লাটিকের বস্তা থেকে ১১ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মঙ্গলবার সন্ধ্যায় খুলনার দৌলতপুর থানাধীন আপার যশোর রোড ইসলাম ট্রেড কর্পোরেশনের সামনে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাটিকের বস্তা পরে আছে। এরপর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাটিকের বস্তা উদ্ধার করে। বস্তাটি তল্লাশিকালে ১১টি বিদেশী মদের বোতল উদ্ধার পূর্বক জব্দ করে। উদ্ধারকৃত আলামত কেএমপি খুলনার দৌলতপুর থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।
খুলনা গেজেট/এনএম