খুলনা, বাংলাদেশ | ১২ কার্তিক, ১৪৩১ | ২৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৯৭
  খুলনার খালিশপুরের আলোচিত জাহিদ হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদন্ড, খালাস ৭

খুলনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ: “রাজনীতি উন্নয়ন ও আগামীর ভাবনা” শীর্ষক সেমিনার

নিজস্ব প্রতিবেদক 

খুলনায় মুক্তিযুদ্ধের বাংলাদেশ: “রাজনীতি উন্নয়ন ও আগামীর ভাবনা” শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ আবু নাসের ব্যাংকুয়েট হল মিলনায়তনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে মুক্তিযোদ্ধা ভিত্তিক সংগঠন এইম বাংলার পৃষ্ঠপোষকতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। মূখ্য আলোচক ছিলেন সুপ্রীম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক।

সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা (অবঃ মেজর জেনারেল) মোহাম্মদ আলী শিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আতিকুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, খুলনা মহানগর মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ আলমগীর কবির, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, স্বাধীনতা সাংবাদিক ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সংবাদপত্র পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সানি, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির।

সেমিনারে স্বাগত বক্তৃতা প্রদান করেন মুক্তিযুদ্ধভিত্তিক সংগঠন এইম বাংলার চেয়ারম্যান মল্লিক সুধাংশু । মুক্ত আলোচনায় অংশ নেন জেলা আওয়ালীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, রবীন্দ্র গবেষক বিধান দাশগুপ্ত, মুক্তিযোদ্ধার সন্তান মফিদুল ইসলাম টুটুল, খুলনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি শ্যামল সিংহ রায়, অধ্যাপিকা রুনু ইকবাল বিথার প্রমুখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!