খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় মাদকদ্রব্য সহ ৪ বিক্রেতা আটক হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামলা দায়ের হয়েছে।
কেএমপি সূত্রে জানা যায়, আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, নগরীরর বানিয়াখামার এলাকার আবুল কালামের ছেলে আব্দুল হাকিম জনি(৩১), বাগেরহাটের মোঃ ফারুক শেখের ছেলে লিপন শেখ(২০), বাগেরহাট সদরের মোঃ সেকেন্দার আলীর ছেলে মোঃ মিরাজুল ইসলাম শাকিল(১৯), দৌলতপুরের মোঃ মোফাজ্জেল হোসেনের ছেলে মোঃ মনির হোসেন(৪৫)। মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২ বোতল ফেন্সিডিল, ৬০০ গ্রাম গাঁজা এবং ২৫ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই