খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৪৫
  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি

জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে খুলনায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ঘোষণাপত্রের গুরুত্বসহ সাত দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার ( ১১ জানুয়ারি) খুলনা মহানগরীর ডাক বাংলা চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় সাত দফাকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবি জানান নেতৃবৃন্দ। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান ও তাওহীদ শুভ।

নগরীতে লিফলেট বিতরণকালে স্থানীয় জনতার উদ্দেশ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াহিদুজ্জামান বলেন, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি হয়েছে, এ বিষয়ে সরকারকে কি প্রশ্ন করতে পেরেছেন কোন যুক্তিতে দাম বাড়াচ্ছেন ? এই প্রশ্নটি করার জন্য একটি নতুন সংবিধান লাগবে। সেই সংবিধানের জন্য আমরা ও আপনাদের ১৫০০ থেকে ২ হাজার লোক শহীদ হয়েছেন। তাদের রক্তের জন্য হলেও এই জিনিসটা লাগবে। এখন অনেকেই বলছে নির্বাচিত হলে তারা অনেক কিছু করে দিবে। নির্বাচন হলে যেই আসুক না কেন, তারা যে ওয়াদা করেছে সেই ওয়াদা পূরণ করতে না পারলে এই নতুন সংবিধানের আলোকে আপনারা ধরতে পারবেন কেন করেনি।

তিনি বলেন, সরকার আমাদের কাছে সময় চেয়েছেন এই জিনিসটা বাস্তবায়নের জন্য। যদি বাস্তবায়ন করতে না পারে তাহলে আপনাদের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন করবো।

লিফলেটে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনি ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ঘোষণাপত্রে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ থাকতে হবে।

এ ছাড়া ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগসূত্র রেখে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিষ্কার করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

এতে বলা হয়, নিপীড়িত ও মজলুম জনগোষ্ঠীর লড়াই হিসেবে আমরাও জনগণের সামনে একটি ঐতিহাসিক ঘোষণা দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি। যেন ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থান ভবিষ্যৎ প্রজন্মের কাছে দালিলিক প্রমাণ হিসেবে সুরক্ষিত থাকে।

ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল উল্লেখ করে বলা হয়, এ ঘোষণাপত্রই হবে বর্তমান অন্তর্বর্তী সরকারের বৈধতার উৎস এবং পরবর্তী সংবিধানের ভিত্তিমূল।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠকরা স্থানীয় মানুষদের সাথে মতবিনিময় করেন ও তাদের মাঝে জুলাই এর ঘোষণাপত্রের গুরুত্ব তুলে ধরেন।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন স্থানীয় প্রতিনিধি জহীরুল তানভীর, আযাদ, মিরাজুল ইসলাম ইমন, জীমঅলিভী, স্নিগ্ধা ও আবু নাঈম প্রমূখ।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!