পুলিশ পরিদর্শক পরিচয় দানকারী মোঃ রেজাউল করিম নামের এক প্রতারককে খুলনার অপস এন্ড ইন্টিলিজিন্স উইং আজ রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। সে নগরীর খান জাহান আলী থানার যোগীপুল এলাকার মালেক সরদারের পুত্র।
জানা যায়, পুলিশ হেডকোয়াটার্স এর পুলিশ পরিদর্শক মোমেন পরিচয় দিয়ে বিভিন্ন পুলিশ সদস্যদের হুমকি, বদলীর ভয় ও তদবির করা সহ বিভিন্ন প্রতারণার সাথে জড়িত ছিল।
খানজাহান আলী থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস জানান, এ ব্যাপারে থানায় আজ একটি মামলা হয়েছে। মামলা নং ৪ ।
খুলনা গেজেট/ টি আই