খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
  সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার

খুলনায় বোরো ফসল ঘরে তুলতে যুবলীগের ধান কাঁটা মেশিন প্রদান

নিজস্ব প্রতিবেদক

বোরো মৌসুমে কৃষকের ফসল ঘরে তুলতে ধান কাঁটা মেশিন কিনে দিচ্ছে আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে বোরো ধান ঘরে তুলতে কৃষকদের বর্গাচাষি সঙ্কটে পড়তে হচ্ছে। ফলে মাঠ থেকে ধান ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি বৈশাখ মাসে যে কোন সময় কালবৈশাখীতে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।

কৃষকের এই কষ্ট লাঘবে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল এর নির্দেশনায় ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবলীগ।

কর্মসূচির অংশ হিসেবে আজ তেরখাদার আজোগড়া ইউনিয়নের বাইশোখালি বিলে কৃষকদের মাঝে ধান কাঁটার মেশিন দান করা হয়। মেশিন দিয়ে ধানও কেটে দেন নেতৃবৃন্দরা।

এ সময় উপস্থিত কৃষক ফারুক মোল্লা বলেন, এক ঘন্টায় আমার এক বিঘা জমির ধান কাটা হয়ে গেছে। মেশিন ছাড়া ধান কাটতে গেলে আমার চার জন বর্গাচাষি লাগত। সময় লাগত আরো অনেক। লকডাউনের এই সময় বর্গাচাষিদের পাওয়া যাচ্ছে না, যাও পাওয়া যায় টাকা লাগতেছে অধিক।

বর্গাচাষি আলাল মোল্লা বলেন, ধান কাটতে গেলে যেমন সময় ও পরিশ্রম লাগে কিন্তু মেশিন দিয়ে ধান কাটতে গেলে সেই সময় বা পরিশ্রম লাগবে না।

মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, আমাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষকরা লাভবান হলে আমাদের অর্থনীতি ভাল থাকবে। এ কারনেই আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ধান কাটার কর্মসূচি গ্রহণ করেছি।

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, এটা বর্তমান যুবলীগের নেতৃত্বের যে মানবিক কার্যক্রম তার অংশ হিসেবে খুলনায় আমরা বাস্তবায়ন করছি। খুলনা জেলার যে সকল উপজেলায় ধান তুলতে কৃষকদের সমস্যা হচ্ছে সেই সকল স্থানে আমরা এই মেশিন দান করব। শুধু মেশিন দানই করব না এর পরিচালনার খরচও আমরা বহন করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় এবং প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেলের সহযোগিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক শিবপদ রায়, হাবিবুর রহমান, দিকন, সাদ, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্তী দেবু, মসিউর রহমান সুমন, অভিজিৎ পাল, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহামুদুল হাসান রাজেস, মুক্তাদুল ইসলাম সোহাগ, জামিল আহমেদ সোহাগ, সাগর মজুমদার, রবিউল ইসলাম রবি, রিপন, মোঃ রাসেল, রাহুল প্রমূখ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!