খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

খুলনায় করোনা ভ্যাকসিন দেড় লাখ ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আজ (বৃহস্পতিবার) মোট দুই হাজার আটশত ৫২ জন করোনা ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ৪১৬ জন এবং আটটি উপজেলায় মোট দুই হাজার ৪৩৬ জন।

উপজেলাগুলোর মধ্যে বটিয়াঘাটায় ৪২০ জন, দিঘলিয়া ১১৯ জন, ডুমুরিয়া ৯৪০ জন, ফুলতলা ৫৭ জন, কয়রা ৩৩৭ জন, পাইকগাছা ৩৯০ জন, রূপসা ৯৯ জন এবং তেরখাদায় ৭৪ জন টিকা গ্রহণ করেছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ এক হাজার ৪৪৫ এবং মহিলা এক হাজার ৪০৭।

এ পর্যন্ত খুলনা জেলায় মোট এক লাখ ৫২ হাজার ১৯ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে পুরুষ ৯০ হাজার ৯১৩ এবং মহিলা ৬১ হাজার ১০৬। সূত্র : তথ্য বিবরণী।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!