হেফাজত নেতা মামুনুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বেলা ১১ টার দিকে কারাগার থেকে খুলনা অতিরিক্ত মাহানগর দায়রা জজ এসএম আশিকুর রহমানের আদালতে আনা হয় মামুনুল হককে। এর আগে শুক্রবার বিকেল ৪ টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার থেকে কঠোর পুলিশ পাহারায় খুলনা জেলা কারাগারে আনা হয় তাকে।
আদালত সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় আজ রবিবার স্বাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে স্বাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর পরবর্তী দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্র পক্ষের আইনজীবী শেখ শামীম আহমেদ পলাশ জানান, বেলা ১১ টার দিকে হেফাজত নেতা মামুনুল হককে আদালতে উপস্থিত করা হয়। বিচার কাজ শুরু হয়েছে। আজ স্বাক্ষ্য গ্রহণের নির্ধারিত দিন ছিল। স্বাক্ষী উপস্থিত না হওয়ায় আগামী ২২ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেন।
আসামি পক্ষের আইনজীবী লস্কর শাহা আলম আদালতে জামিনের আবেদন করেন। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নাঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
খুলনা গেজেট/এনএম