কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার। রাষ্ট্র নির্মাণে এমন কোন খাত নেই, যেখানে তাঁর পবিত্র হাতের স্পর্শ লাগেনি। বাংলাদেশে বৃক্ষরোপনের মত সামাজিক কর্মসূচি সূচনা তাঁরই উদ্যোগে। দেশের সীমানা ছাড়িয়ে পবিত্র নগরী সুদূর মক্কায় আরাফাতের ময়দানসহ সৌদি আরবে নিমগাছ লাগিয়ে তিনি এক যুগন্তকারী ইতিহাস রচনা করেছিলেন।”
সোমবার (২১ জুন) বেলা ১১টায় খুলনা সার্কিট হাউজ ময়দানে বির্পযস্ত পরিবেশ সুরক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী নিমগাছ রোপন কর্মসুচির অংশ হিসেবে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্দ্যেগে খুলনায় ১০ হাজার নিমের চারা রোপন কর্মসূচির উদ্বোধনকালে নেতাকর্মীদের উদ্দেশ্যে মঞ্জু এসব কথা বলেন।
তিনি বলেন, ৯০ এর গণঅভ্যূথানের পর ৯১ এর নির্বাচনে ঐতিহাসিক বিজয় লাভ করে সরকার গঠনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া বৃক্ষরোপনকে একটি সামাজিক আন্দোলনের রূপ দিয়েছিলেন। নিমের চারা রোপনের মাধ্যমে পরিবেশ সুন্দর ও প্রাণীকুলের বেঁচে থাকার অন্যতম উপাদান বাতাসকে দুষণমুক্ত রাখতে হবে। বিশ্ব পরিবেশ দিবস- ২০২১ এর প্রতিপাদ্য “ইকোসিস্টেম রেস্টোরেশন” এ সর্বাত্মক ভূমিকা রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়ে মঞ্জু আরো বলেন, নিম গাছের মধ্যেই অন্তর্নিহিত আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ দূষণের প্রতিকার।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, মোশাররফ হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আব্দুর রকিব মল্লিক, এস এ রহমান বাবুল, আবু হোসেন বাবু, কামরুজ্জামান টুকু, আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচি, নিজাম উর রহমান লালু, সাজ্জাদ হোসেন পরাগ, একরামুল কবির মিল্টন, হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, শামসুজ্জামান চঞ্চল, মজিবর রহমান ফয়েজ, খায়রুজ্জামান জনি, গোলাম কিবরিয়া, শরিফুল ইসলাম বাবু, আবু সাঈদ শেখ, ম শ আলম, খন্দকার ফারুক হোসেন, ফরহাদ হোসেন লাচ্চু, কাজী আব্দুর লতিফ, শাহাবুদ্দিন মন্টু, শামসুল আলম পান্না, কাজী মাহমুদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, মনিরুজ্জামান লেলিন, রবিউল ইসলাম রবি, মেজাবাহ উদ্দিন মিজু, ইকবাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, নুওে আব্দুল্লাহ, জামাল উদ্দিন মোড়ল, আবু বকর, মাহবুব আলম বাদশা, শামীম আশরাফ, সেলিম বড়মিয়া, হেদায়েত হোসেন হেদু, মেজবাউল আলম পিন্টু, আশিকুর রহমান, মাসুদ রুমি, আব্দুল আহাদ শাহিন, সেখ আল মামুন, আবীর হোসেন, এড. রফিকুল ইসলাম, এম এ হাসান, শফিকুল ইসলাম, মফিজুল ইসলাম মিঠু, মারুফ হোসেন প্রমূখ। প্রেস রিলিজ।
খুলনা গেজেট/ এস আই