খুলনা, বাংলাদেশ | ২২ আশ্বিন, ১৪৩১ | ৭ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার

খুলনায় ফার্নিচার কারখানা ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় আগুনে একটি ফার্নিচার কারখানা ভস্মীভূত হয়েছে। পুড়েছে কারখানায় থাকা মালামাল। সোমবার (২৬ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকার ঈদগাহ জামে মসজিদের পেছনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বিকেল সোয়া চারটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ১নং বয়রা ক্রস রোডের ঈদগাহ জামে মসজিদের পেছনে একটি ছোফার কারখানায় হঠাৎ করে আগুন লেগে যায়। স্থানীয় লোকজন সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেন। একই সাথে স্থানীয় যুবকরা আগুন নিয়ন্ত্রণে ছুটে আসে। তারা পার্শবর্তী একটি ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

বিকেল সাড়ে চার টারদিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনা স্থলে পৌছে পাঁচটার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। আগুনে মিল্টন কেইন ফার্নিচার নামক শো-রুমের কারখানা পুড়ে সম্পূর্ণ ভষ্মিভুত হয়েছে। কারখানায় থাকা লক্ষাধিক টাকার বেত, ফোম, তুলা, কাঠ, কাপড়সহ আনুসাঙ্গিক মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা জানান, মোহাম্মদ খানের কাছ থেকে তিনটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘ প্রায় পাঁচ বছর এনামুল কবির তার ফার্নিচারের কারখানা চালিয়ে আসছে। এখানে গ্যাসের সিলিন্ডার, তুল, ফোমসহ, বানির্শ করার কেমিক্যাল ছিল। ফলে আগুন দ্রুত বিস্তার লাভ করে। তিনটি ঘরই পুড়েছে। এছাড়া কারখানার আগুনে পার্শ্ববর্তী বাড়ি-ঘরের এসিসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয়রা জানান।

খুলনা ফায়ার সার্ভিস সদর দফতরের কন্টোল রুমে কর্তব্যরত লিয়ন জানান, বিকাল ৪টা ২৮ মিনিটে সোনাডাঙ্গা খাঁ বাড়ি এলাকায় ফার্নিচারের তৈরির কারখানায় আগুন লাগার সংবাদ পেয়ে ৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। বয়রা সদর দফতরের ৩টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন, ফার্নিচার তৈরির একটি ফ্যাক্টরিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধাঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগেছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!