খুলনা, বাংলাদেশ | ৩ মাঘ, ১৪৩১ | ১৭ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনায় প্রথমবারের মতো ইসলামী বই মেলা শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিন ব্যাপী ইসলামী বই মেলা। নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামী ২১ ডিসেম্বর বুধবার মেলা শুরু হচ্ছে। চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতি এই মেলার আয়োজক।

আয়োজকরা জানান, দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা খুলনার এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু থাকবে।

পুস্তক সমিতির আহ্বায়ক মাহমুদুল ইসলাম জানান, নাস্তিকতা, অশ্লীলতা ও আদবহীনতার এই সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো ধর্মীয় জ্ঞান ও আলিমদের সাহচর্য। আমরা প্রকাশনা সংস্থা হিসেবে শুদ্ধ জ্ঞানের বাহক বইপুস্তকের মাধ্যমে মানুষের সঙ্গে জ্ঞানের প্রাথমিক সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য কাজ করছি। আশা করছি এই মেলার মাধ্যমে জ্ঞানের নতুন দরজা উন্মোচিত হবে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!