তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে যুবদল নেতা ইয়াকুব আলী পাটোয়ারী তার ছেলের নামাজে জানাজায় শরিক হন। শুক্রবার (৬ জানুয়ারি) জুম্মার নামাজ শেষে নগরীর হাজী আব্দুল মালেক মসজিদ সংলগ্ন কবরস্থানের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে, দুপুর একটায় খুলনা জেলা কারাগার থেকে হাতকড়া পরা অবস্থায় ইয়াকুব আলী পাটোয়ারীকে পুলিশ ভ্যানে করে হাজী মালেক মসজিদে নেয়া হয়। সেখানে উপস্থিত বিএনপি নেতাকর্মীদের অনুরোধে পুলিশ ইয়াকুবের হাতকড়া খুলে দেয়। এ সময় তাকে দেখার জন্য দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী ভিড় করলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জুম্মার নামাজ আদায়ের পর জানাজায় শরীক ও পরবর্তীতে সন্তানের দাফনে অংশ নেন তিনি। পুনরায় তাকে হাতকড়া পড়িয়ে জেলহাজতে নেয়া হয়।
ইয়াকুব আলী পাটোয়ারী খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। নগরীর টিঅ্যান্ডটি অফিসের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের হওয়া মামলায় গত ৮ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেফতার করে।
খুলনা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হোসেন বাবু জানান, মামলাটি ছিলো গায়েবি ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ।
নামাজে জানাজায় অংশ নেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ছাড়াও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, বিএনপি নেতা শের আলম সান্টু, আশরাফুল আলম খান নান্নু, কে এম হুমায়ুন কবির, আফসার উদ্দিন, চৌধুরী নাজমুল হুদা সাগর, মিজানুর রহমান মিলটন, কাজী কামরুল ইসলাম বাবু, শহিদ খান, আব্দুল আজিজ সুমন, আব্দুল্লাহ হেল কাফি সখা, মোঃ আসাদুজ্জামান, নাজমুল হাসান নাসিম, শফিকুল ইসলাম শাহিন, আমিন আহমেদ, খোরশেদ জাহান রানা, মিজানুর রহমান বাবু, এস এম জাকির হোসেন, আহসান আল বাকের, ইবাদুল ইসলাম, হাসান ফকির, রিয়াজুল খান মুরাদ, এস এম ইউসুফ, আঃ সালাম, ইঞ্জি. মিজানুর রহমান।
খুলনা গেজেট/ এসজেড