খুলনায় অবদ্রব্য মিশ্রিত ২৪ মণ চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। শনিবার রাতে রূপসা উপজেলায় র্যাব ৬ এর অভিযানে এ মাছ জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত ওই এলাকার ৩ টি প্রতিষ্ঠানকে ৮৪ হাজার টাকা জরিমানা করে। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে চিংড়ি মাছ ধ্বংস করা হয়।
র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, কতিপয় ব্যক্তি রূপসা উপজেলার আড়তগুলোতে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে রাত সাড়ে ১১ টা থেকে শুরু করে ভোর সাড়ে ৪ টা পর্যন্ত অভিযান চালায়। এ সময়ে তারা অপ্রদ্রব্য মিশ্রণ করার অভিযোগে মেসার্স অর্পণ বিশ্বাসের মালিক ভজন বিশ্বাসকে ২৪ হাজার টাকা, মেসার্স রুপালী ফিসের মালিক রাজুকে ৩০ হাজার টাকা ও শ্যামল দাসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলী ও পুশ হওয়া ২৪ মণ চিংড়ি মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। দন্ডিত ব্যক্তিরা নগদ অর্থ প্রদান করায় তা সরকারি কোষাগারে জমা করা হয়।
খুলনা গেজেট/ এসজেড