খুলনা জেলা পুলিশের অর্ধশত সদস্যদের করা হয়েছে ডোপ টেষ্ট। যার মধ্যে মিলেছে পজেটিভ রিপোর্ট। পজেটিভ রিপোর্টধারীর বিরুদ্ধে চলছে বিভাগীয় মামলা। এছাড়া জেলার ১২জনের বেশি পুলিশ সদস্যকে অন্যত্র বদলি করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।
এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সন্দেহজনক সদস্যদের এই মুহুর্তে কোন ডোপ টেষ্ট করার পরিকল্পনা নেই।
সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত প্রায় এক হাজার সন্দেজনক পুলিশ সদস্যদের মাদক সংশ্লিষ্টতা থাকার কারণে ডোপ টেষ্ট করা হয়। এর মধ্যে গত বুধবার পর্যন্ত ৫০জন সদস্যের ডোপ টেষ্ট রিপোর্ট পজেটিভ এসেছে। তবে এই রিপোর্ট নিয়েও সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, ডিএমপিতে যে সকল পুলিশ সদস্যদের মধ্যে টেষ্ট করা হয়েছে তারা সকলেই কনষ্টেবল থেকে এসআই পদমর্যাদার পুলিশ সদস্য। প্রয়োজন বা সন্দেহজনক হলে পরবর্তীতে পুলিশের ঊর্ধ্বতন সদস্যদেরও ডোপ টেষ্ট করা হতে পারে।
খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, জেলার যে সকল পুলিশের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টার অভিযোগ উঠেছিল তাদের সকলকেই অন্যত্র বদলি করা হয়েছে। জেলায় সন্দেহজনক ৫০ জন পুলিশ সদস্যের ডোপ টেষ্ট করা হয়েছিল। যার মধ্যে ১জন পজেটিভ এসেছিল। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
কেএমপি’র কমিশনার মো: মাসুদুর রহমান ভূঞা জানান, এই মুহুর্তে পুলিশ সদস্যদের ডোপ টেষ্ট করার কোন উদ্যোগ নেই।
খুলনা গেজেট/নাফি