খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

খুলনায় পুলিশ সোর্স হত্যায় ১৪ জনের নামে অভিযোগপত্র

নিজস্ব প্রতিবেদক

পুলিশের সোর্স শফিকুল হত্যা মামলায় ১৪ জন আসামির নাম উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলের দিকে গোয়েন্দা শাখার এসআই মো: বদরুজ্জামান খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

অভিযুক্ত আসামিরা হলো, লবনচরা এলাকার হেলাল, দুলাল, রাজু, ফয়সাল, সিনবাদ, বাপ্পী, নাইমুর রহমান আকাশ ও ছোটসহ আরও ছয় সহযোগী। ১৪ জন আসামির মধ্যে দু’জন শিশু রয়েছে। অভিযুক্ত পাঁচ জন আসামি পলাতক, বাকীরা কারাগারে রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ১২ জানুয়ারি রাত ১০ টার দিকে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম ও তিন জন সোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে লবনচরা থানাধীন বান্দা বাজার এলাকার বাহাদুর লেনে ইয়াবা বিক্রেতাদের কাছে ছদ্মবেশে ক্রয় করতে যান। গোয়েন্দা অভিযানের বিষয়টি টের পেয়ে ইয়াবা বিক্রেতা চক্রের সদস্যরা অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এ সময় মহানগর গোয়েন্দা শাখার একজন এএসআইসহ আরও দু’জন গুরুতর আহত হয়। পরে গোয়েন্দা পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সোর্স শফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন।

পরে পুলিশের পক্ষ থেকে লবনচরা থানায় দু’টি মামলা দায়ের করা হয়। নিহত শফিকুল ইসলাম ফুলতলা উপজেলার উত্তর আলকা গ্রামের গফুর বিশ্বাসের ছেলে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!