নাগরিক এ্যাডভোসেসি ফোরাম (সিএএফ)’র খুলনার মাসিক প্লানিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) সকালে জুম প্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নগরীর গণপরিবহণ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল, উপকূল এলাকায় সুপেয় পানি সরবরাহ, রাস্তাঘাট-সড়ক উন্নয়নে জনদুর্ভোগ লাঘবে কার্যকর ব্যবস্থা গ্রহণে জনমত গঠনে আলোচনা করা হয়। একই সাথে এসব বিষয়ে নাগরিক আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত হয়।
ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল (ডিআই) খুলনা বিভাগীয় সমন্বয়কারী আমেনা খাতুন সভা সঞ্চালনা করেন।
মতামত তুলে ধরেন অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, জোবায়ের আহমেদ খান জবা, অসীম আনন্দ দাস, রেহানা ঈসা, অ্যাডভোকেট তসলিমা খাতুন ছন্দা, মেহেদী হাসান দিপু, সাংবাদিক সোহরাব হোসেন, কৌশিক দে, মুহাম্মদ নুরুজ্জামান, মো. মিজানুর রহমান জিয়া, জেসমিন সুলতানা, শোভা রাণী হালদার, জয়ন্তী রাণী সরদার, ডিআই প্রতিনিধি মো. রুবায়েত হাসান, শাহরিয়ার নাজিম, খান বোরহান উদ্দিন সেতু, হেলাল হোসেন সুমন প্রমুখ।
এছাড়া সভায় আগামী ১৪ জানুয়ারি ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। সূত্রঃ প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ টি আই