খুলনা, বাংলাদেশ | ৩০ পৌষ, ১৪৩১ | ১৪ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
  নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে, ভ্যাট বৃদ্ধি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে : মির্জা ফখরুল

খুলনায় ডাকাতদের ছুরিকাঘাতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

খুলনার তেরখাদায় ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ৩ টার দিকে তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নের আড়পাঙ্গাসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জামাল শেখ ওই এলাকার ছাত্তার শেখের ছেলে ও পেশায় একজন দর্জি।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত ৩ টার দিকে আড়পাঙ্গাসিয়া গ্রামের শিক্ষক কাজী আব্দুল্লাহর বাড়িতে ১৫/১৬ জনের একদল ডাকাত হানা দেয়। এ সময় কাজী আব্দুল্লাহর স্ত্রী শাহনাজ ফোন দিয়ে জামাল শেখকে ডেকে নেন। ডাকাতদের ছুরিকাঘাতে জামাল শেখ আহত হন। একপর্যায়ে এলাকায় ব্যাপক হৈ-চৈ শুরু হলে দস্যুদল ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা জামাল শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ভর্তি থাকা অবস্থায় ভোরে জামাল শেখের মৃত্যু হয়।

তেরখাদা থানার মো: গোলাম মোস্তফা বলেন, ‘ডাকাতদের আটকের ব্যপারে পুলিশের অভিযান অব্যাহত আছে।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!