খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জনকে আটক করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ৬ (ছয়) সেট, তাস, একটি ছাপার সুতি কাঁথা এবং নগদ ২১,৬৩০ (একুশ হাজার ছয়শত ত্রিশ) টাকা উদ্ধার করা হয়েছে।
কেএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা হলেন নগরীর খালিশপুর থানার তৈয়বা কলোনীর মৃত: আঃ লতিফের ছেলে মোঃ সাইদুর রহমান (৫৫), সোনাডাঙ্গা খাঁ বাড়ী এলাকার মৃত. অনিল কুমার সাহার ছেলে দিপুল কুমার সাহা (৪৩), বাগমারা মেইন রোড এলাকার মৃত. কলিম উদ্দিন শেখের ছেলে আঃ মান্নান শেখ (৬২), রূপসা উপজেলার দুর্জনীমহল পশ্চিমপাড়ার শেখ সাইদুর রহমান সাইদের ছেলে মোঃ অনিক শেখ (২৬), নগরীর শেখপাড়া বিদ্যুৎ স্কুল এলাকার মৃত: মুনসুর তালুকদারের ছেলে মোঃ বাচ্চু তালুকদার (৩১), লবণচরা এলাকার মৃত. কিনু শেখের ছেলের মোঃ আবুল বাসার (৫৫), দোলখোলা মতলেবের মোড় এলাকার মৃত. কালিপদের ছেলে সুকুমার কুন্ডু (৫২) এবং চাঁনমারী এপ্রোচ রোড এলাকার ওসমান উদ্দিন মোল্লার ছেলে মোঃ আলমগীর হোসেন (৪৩)। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন দক্ষিণ বাগমারা এলাকার জনৈক আসাদ এর বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় ১৮৬৭ সালের জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
খুলনা গেজেট/এনএম