খুলনা, বাংলাদেশ | ২৩ আশ্বিন, ১৪৩১ | ৮ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২১৮
  বিএনপি কর্মী খুনের মামলায় সাবের হোসেন ৫ দিনের রিমান্ডে
  সামিট গ্রুপের আজিজসহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

খুলনায় জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পুষ্টিনীতি বিষয়ক আঞ্চলিক কর্মশালা আজ সোমবার (১৩ ডিসেম্বর) খুলনার হোটেল সিটি ইন এ অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ মান্নান, অধ্যক্ষ এসএম ফেরদৌস প্রমুখ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. মোঃ শহিদুর রহমান ভূইয়া।

কর্মশালায় অংশগ্রহণকারীগণ জাতীয় পুষ্টিনীতি বাস্তবায়নে কার্যকরী পরিকল্পনা প্রণয়নে ঝুঁকি চিহ্নিতকরণ এবং এ বিষয়ে মতামত প্রদান করেন।

তাঁরা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্টসহ অসংক্রামক রোগ প্রতিরোধে পুষ্টির গুরুত্ব তুলে ধরেন। এছাড়া কিশোরী, গর্ভবর্তী মা ও শিশুদের কৃশকায় ও খর্বাকৃতি প্রতিরোধে বয়সভেদে পুষ্টির চাহিদা নিরুপণ এবং খাবার বিষয়ে গণসচেতনতার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!