খুলনায় জব অ্যাপ্লাই সহজীকরণ ও অনলাইন পরীক্ষার মাধ্যমে চাকুরী প্রস্তুতি শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে নিয়োগ বিজ্ঞপ্তি ওয়েব পোর্টাল জবঘর।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ সামিউল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি মন্ডল ও খুলনা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মুন্না। সভাপতিত্ব করেন প্রভাষক জি. এম. শাহিনুর রহমান। প্রধান বক্তা ছিলেন জবঘরের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক পলাশ চন্দ্র রায়।
জবঘরের পরিচালক মৃন্ময়ী রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সুন্দরবন মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুল মুক্তাদীর, জবঘরের পরিচালক প্রদীপ কুমার দেবনাথ ও জবঘরের কর্মকর্তা কামনাশীষ মন্ডল। সেমিনারে বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
খুলনা গেজেট/এসজেড