খুলনায় এক দিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে খুমেক পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে ।
খুমেক পিসিআর ল্যাবের তথ্য অনুযায়ী খুলনা মেডিকেল কলেজ পিসিআর মেশিনে ৩৭৬ জনের করোনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৬৮ জন খুলনা মহানগরী ও জেলার।
এরমধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনা মহানগরী ও জেলার ১০৯ জন, বাগেরহাট ২৪ জন, যশোর ৬ জন, সাতক্ষীরা ৭ জন, নড়াইল জেলার ২ জন রয়েছে।
মৃতরা হলেন- বাগেরহাট মোংলা দিগরাজ এলাকার মৃত. রোস্তম আলীর স্ত্রী মরিয়ম বেগম (৭৩), মোংলা এলাকার মৃত মোহাম্মদ আলী খার ছেলে আসলাম খা (৪০), রামপালের মৃত শেখ আঃ গফুরের ছেলে শেখ জামিরুল ইসলাম (৪৫) ও মোড়েলগঞ্জের কচু বুনিয়া এলাকার আনসার আলীর ছেলে শামীম হোসেন (৩৯)। এ নিয়ে খুলনায় করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৯৯ জনের মৃত্যু হয়েছে।
খুলনা গেজেট/এস আই/এমএম