খুলনায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) খুমেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
এদিকে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গতকাল মঙ্গলবার ৩৭৮টি নমুনা পরীক্ষার পর ৯৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে খুলনার ৫৭জন রয়েছে। বাগেরহাটের ২৭জন, যশোরের একজন, সাতক্ষীরার দু’জন, নড়াইলের দু’জন, পিরোজপুরের দু’জন, ঢাকার দু’জন, গোপালগঞ্জের একজন, বগুড়ার একজন এবং দিনাজপুরের একজন রয়েছেন।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা: মো: মেহেদী নেওয়াজ এ তথ্য জানান।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দু’জনের মৃত্যু হয়েছে।
মৃতরা হলেন, খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন কোহিনুর মোড়ের জাকির হোসেন(৭০) এবং একই থানাধীন চরের হাট স্কুল ক্রস রোডের বাসিন্দা মাহফুজা ইসলাম(৬০)। জাকির হোসেন সোমবার দিবাগত রাত দেড়টায় এবং মাহফুজা ইসলাম গতকাল বেলা ১১টা ২২ মিনিটে মৃত্যুবরণ করেন। জাকির হোসেন করোনা আক্রান্ত হলে ১৮ এপ্রিল এবং মাহফুজা ইসলামকে ১২ এপ্রিল করোনা হাসপাতালে ভর্তি করা হয়।