খুলনায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইমান আলী (৭০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নুরনগরে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত বুধবার তিন জন ও মঙ্গলবার একজন মারা যান । এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে খুলনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে। এদিকে বৃহস্পতিবার খুমেক এর পিসিআর ল্যাবে নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মিজানুর রহমান খুলনা গেজেটকে বলেন, নগরীর খালিশপুর থানাধীন ভাষাণীর মোড় এলাকার বাসিন্দা মোঃ ইমান আলী (৭০) কে গত ১ নভেম্বর করোনা পজেটিভ অবস্থায় নুরনগর করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় টার মৃত্যু হয়। বর্তমানে করোনা হাসপাতালে রোগী ভর্তি আছে মাত্র ১৩ জন।
এদিকে খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে বৃহস্পতিবার নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। খুমেকের উপাধ্যক্ষ ডাঃ মেহেদী নেওয়াজ জানান, ৫ নভেম্বর ১৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে খুলনার নমুনা ছিল ১১৯টি। মোট পজেটিভ ৭টির মধ্যে খুলনারই সব।
খুলনা গেজেট / এমবিএইচ