সারাদেশের ন্যায় খুলনাতেও বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ উদযাপন হচ্ছে আজ, শনিবার (৩১ অক্টোবর)। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’। আজ সকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে অনুষ্ঠিত মূল কর্মসূচি’র উদ্বোধন করেছেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। কেএমপি সভাপতি মোঃ মাসুদুর রহমান ভুঞার সভাপতিত্বে বিশেষ অতিথি রয়েছেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন।
কমিউনিটি পুলিশিং দিবসের তাৎপর্য তুলে ধরে খুলনা মহানগর ও জেলাসহ প্রতিটি থানায় আয়োজন করা হয়েছে বিস্তারিত কর্মসূচি। ‘পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এ নীতিতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও অপরাধ দমনের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে কমিউনিটি পুলিশিং।
খুলনা গেজেট/এআইএন