বাম রাজনীতির ক্ষুদ্র দু’টো শক্তি একীভূত হওয়ার লক্ষে আজ হাদিস পার্কে ঐক্য কংগ্রেস আহবান করলেও আজ বিকেল পর্যন্ত ঐক্য মজবুত হয়নি। মতবিরোধ রয়েই গেল। নামকরণ নিয়ে এখনও দ্বিমত রয়েছে। এক অংশ চায় ইউনাইটেড কমিউনিষ্ট লীগই নামকরণ বহাল থাকুক। ওয়ার্কার্স পাটির অংশ এর বিপক্ষে।
আগামীকাল স্থানীয় শহীদ হাদিস পার্কে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিষ্ট লীগ ও ওয়ার্কার্স পাটি (মার্কসবাদী) একীভূত হওয়ার লক্ষে হাদিস পার্কে ঐক্য কংগ্রেস আহবান করেছে। বেলা আড়াইটায় সেই মহেন্দ্রক্ষণ।
আয়োজকরা বলেছেন, এ বাম দু’ দলের গঠণতন্ত্র, আদর্শ, দর্শন ও অর্থনীতি এক এবং অভিন্ন। ভিন্ন অবস্থানে থেকে সংগঠন দু’টির বিকাশ লাভ হয়নি। সেই লক্ষেই তাদের ঐক্য প্রক্রিয়া।
খুলনা প্রেস ক্লাবে ২৯ আগষ্টের সংবাদ সম্মেলনে বলা হয়, চলমান সংকট উত্তোরণে কমিউনিষ্ট, বাম ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বিদ্যমান লুটেরা বুর্জুয়া শাসন ব্যবস্থা উচ্ছেদ করে জনগণের গণতান্ত্রিক রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার লক্ষেই তাদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত থাকবে। এ সংগ্রামে বিজয় অর্জনের জন্য কমিউনিস্টদের ঐক্য অপরিহার্য। আগামীকালের ঐক্য কংগ্রেসকে কেন্দ্র করে হাদিস পার্কের প্রধান ফটকে আজিজুর রহমান তোরণ স্থাপন করা হয়েছে। শহীদ মিনারের মূল বেদিতে ম স্থাপন হয়েছে। বেলা আড়াইটার উদ্বোধনী পর্বে ইউনাইটেড কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার সভাপতিত্ব করবেন।
বক্তৃতা করবেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, সিপিবি’র সাধারণ সম্পাদক সরদার রুহিন হোসেন প্রিন্স, ৯ বামদলের সমন্বয়ক জাফর হোসেন ও তেল, গ্যাস, খনিজ সম্পদ সংগ্রাম কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। শুক্রবার সকাল ৯টায় বসবে কাউন্সিল অধিবেশন।
ইউনাইটেড কমিউনিষ্ট লীগের খুলনা জেলা শাখার সদস্য আনিসুর রহমান মিঠু নয়াদলের নামকরণ প্রসঙ্গে বলেছেন, তারা ইউনাইটেড কমিউনিষ্ট লীগ নামকরণের পক্ষে। যুক্তি দেখিয়েছেন, ২০১৪ সালে কমিউনিষ্ট লীগ ও ওয়ার্কার্স পার্টির সমন্বয়ে দলের নামকরণ হয় ইউনাইটেড কমিউনিষ্ট লীগ। রাজনৈতিক দলিলের ব্যাপারে এ পক্ষের কোন দ্বিমত নেই।
ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন, নামকরণ করার চূড়ান্ত মালিক কাউন্সিলররা। তিনি তার চিন্তার নামকরণ প্রকাশে অনীহা প্রকাশ করেন। কাউন্সিলকে এড়িয়ে ব্যক্তির মতামতকে প্রধান্য দিতে চাননা। রাজনৈতিক দলিলের ব্যাপারে কোন পক্ষের দ্বিমত নেই। তবে নেতৃত্ব নিয়ে এখনও চূড়ান্ত হয়নি। ঐক্য কংগ্রেসে আমন্ত্রিত অন্য বামদলের বক্তারা রাজনৈতিক দলিলের সাথে দ্বিমত পোষণ করেছেন। তারা সমাজ ব্যবস্থা বিশ্লেষণ ও গণতান্ত্রিক বিপ্লবের আকাংখার এ দলিলকে ভুল পথ বলে আখ্যা দিয়েছেন।
খুলনা গেজেট /এমএম