খুলনায় সকাল থেকে টানা ভাড়ি বৃষ্টিতে গোটা নগরী পানিতে তলিয়ে গেছে। জলমগ্ন হয়ে পড়েন মানুষ। দোকানপাট,ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে ড্রেন দিয়ে সড়ক উপচিয়ে পানি প্রবেশ করায় নগরবাসী চরম ভোগান্তিতে পড়তে হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল ৬ টা রোববার বেলা ১২ টা পর্যন্ত তারা ৮১ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।
মুষলধারে বৃষ্টিপাত নগরীর রয়্যাল মোড়, বাইতি পাড়ার রোড়, মিস্ত্রী পাড়া, জিন্নাহ পাড়া,শিপইয়ার্ড সড়কসহ নিমাঞ্চল পানিতে ডুবে গেছে। রাস্তার পাশের ড্রেনগুলোতে বৃষ্টির পানি জমে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। জলাবদ্ধতার কারণে সড়কগুলোতে দেখা দেয় যানজট। রিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক ও থ্রিহুইলাররা আদায় করে দু-তিন গুণ বেশি ভাড়া।
খুলনা আঞ্চলিক আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ জানান, আগামীকাল সোমবার সকাল পর্যন্ত খুলনা অঞ্চলে থেমে থেমে ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
খুলনা গেজেট/ এস আই