খুলনার রূপসা ও তেরখাদা উপজেলার ৭টি ইউনিয়নের চেয়ারম্যান পদের মধ্যে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবং ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
ভোটগণণা শেষে রোববার রাতে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে।
তেরখাদা ও রূপসা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তেরখাদা সদরে আওয়ামী লীগের এফ এম অহিদুজ্জামান(নৌকা), মধুপুর ইউনিয়নে আওয়ামী লীগের শেখ মো. মোহসিন (নৌকা)।
ছাগলাদাহ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী এস এম দ্বীন ইসলাম(আনারস), বারাসাত ইউনিয়নে আওয়ামী লীগের কে এম আলমগীর হোসেন(নৌকা)।
আজগড়া ইউনিয়নে আওয়ামী লীগের কৃষ্ণ মেনন রায়(নৌকা) ও সাচিয়াদাহ ইউনিয়নে আওয়ামী লীগের বুলবুল আহমেদ (নৌকা) এবং রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী ওয়াহিদুজ্জামান মোল্লা (আনারস) বিজয়ী হয়েছেন।
খুলনা গেজেট/ এস আই