খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ক্যাম্পাস সংলগ্ন (ফুলবাড়ীগেট, খানাবাড়ী, তেলিগাতী, মহেশ্বরপাশা, যোগীপোল) এলাকাসহ অন্যান্য এলাকার যে সকল ভাড়া বাড়িতে কুয়েটের শিক্ষার্থীরা বসবাস করে সে সকল বাড়ির মালিক, খানজাহান আলী দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জ/প্রতিনিধিগণের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয় এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শেখ শরীফুল আলম, নিরাপত্তা কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মাদ আবু ইউসুফ, খানজাহান আলী , দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইন-চার্জসহ বাড়ির মালিকগণ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা ভবিষ্যতে যাতে কুয়েটে আর কখনও কোন ধরনের অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি না হয় সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান। সভায় বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্ট, নিরাপত্তা কর্মকর্তা, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/লিপু