খুলনার দৌলতপুরে মেঘনা পেট্রোলিয়ামের বস্তিতে আগুনে দুটি ঘর পুড়ে গেছে। শুক্রবার দুপুর দেড়টায় বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস দৌলতপুর স্টেশনের দুটি ইউনিট আধাঘণ্টার মধ্যে মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর ফায়ার স্টেশনের পরিদর্শক মোঃ কায়মুজজ্জামান জানান, দৌলতপুর পশ্চিম সেন পাড়া মেঘনা পেট্রোলিয়ামের বস্তিতে প্রায় ২০০ পরিবার বসবাস করে। দুপুর ১টা ২৫ মিনিটে ৯৯৯ থেকে ফোন পেয়ে আমরা দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আধাঘণ্টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ খুজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
খুলনা গেজেট/এএ