ছোট বেলা থেকেই তার শখ ছিল একদিন বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমন করবে অথৈ। নগরীর সোনাডাঙ্গার সবুজবাগের ছেলে, খুলনা সাইক্লিস্টস্’র সদস্য, মাহাথির মোহাম্মদ অথৈ অনার্স প্রথম বর্ষের ছাত্র। বাবা একেএম গোলাম আযম জেলা শিক্ষা কর্মকর্তা।
‘সাইকেল চালাই, দূষণ কমাই’ এ স্লোগানে গত ৪ জানুয়ারি খুলনা থেকে দেশ সাইক্লিং করার উদ্দেশ্যে বের হয়ে ৬৪দিনে ৬৪ জেলা সাইক্লিং করে। আজ মঙ্গলবার (৮ মার্চ) বাগেরহাট হয়ে খুলনা সার্কিট হাউজে এসে তার সাইক্লিং ভ্রমণের সমাপ্তি করেন।
দেশব্যাপী সাইক্লিং করার সময়ে সে প্রতিটি জেলাতে সাইক্লিংয়ের মাধ্যমে কিভাবে দূষণ কমানো যায় এব্যপারে সাধারণ জনগণকে অবহিত করেন অথৈ। তার এই সাইক্লিং চলাকালিন সময়ে দেশের বিভিন্ন সাইক্লিং গ্র“পগুলো তাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন।
একই সাথে জেলা শিক্ষা অফিসগুলো তাকে রাতে থাকার ব্যাপারে তাকে সহযোগিতা করেছেন।
খুলনা গেজেট/এএ