বিএনপি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন খন্দকারকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বয়রা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাহাউদ্দিনের বিরুদ্ধে খালিশপুর থানা এলাকার বৈকালী ও নিউজপ্রিন্ট মিল এলাকায় বিএনপির দুইটি অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে পৃথক দুইটি মামলা রয়েছে।
২০২৪ সালের ৩০ আগস্ট মামলা দুইটি দায়ের হয়েছিল। এর মধ্যে নিউজপ্রিন্ট মিল গেট সংলগ্ন খালিশপুর থানা পার্টি অফিসে তান্ডবের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তা এসআই মো. আব্দুল হালিম বলেন, ১৮৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২ জন এ মামলার আসামি। গ্রেপ্তার বাহাউদ্দিনকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অপর মামলাটিতে তাকে শ্যোন এরেস্টের জন্য আদালতে আবেদন করা হবে বলে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান।
গ্রেপ্তার বাহাউদ্দিন খন্দকার দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মো. জাকির হোসেন হত্যা মামলাসহ বিভিন্ন ফৌজদারি অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কয়েকটি থানায় মামলা রয়েছে।
খুলনা গেজেট/এএজে