করোনা ভাইরাস নির্মূলে কেসিসির আয়োজনে ভ্যাক্সিনেটরদের প্রশিক্ষণ আজ থেকে শুরু হয়েছে। প্রতি ব্যাচে ৩০ জন করে প্রশিক্ষণ নিচ্ছেন। মহানগরীর ৩১ টি ওয়ার্ডে ৯৩ টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। নগরবাসী মর্ডানা ও সিনোফার্মের দুটো টিকাই পাবে।
কেসিসির স্বাস্থ্য ভবনে দক্ষ টিকাদান কর্মী গড়ে তোলার লক্ষ্যে আজ ৩০ জনের প্রশিক্ষণ শুরু হয়েছে। দু’জন ফ্যাসিলিটেটর প্রশিক্ষণ দিচ্ছেন। ইপিআই টিকাদানকারি, স্টাফ নার্স, স্টুডেন্ট নার্স ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য কর্মীরাই এ প্রশিক্ষণ নিচ্ছেন।
কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার জানান, প্রতিটি কেন্দ্রে দু’জন ভ্যাক্সিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী থাকবে। প্রতিদিন কমপক্ষে দুই শ’ থেকে আড়াই শ জন মানুষকে টিকা প্রদান করা হবে। কাল পরশু কর্পোরেশন এলাকায় সুষ্ঠুু টিকা প্রদানের লক্ষ্যে মাইক্রোপ্লান তৈরি করা হবে। সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। দুপুর ১২টা পর্যন্ত বয়োজৈষ্ঠ্য ও নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার বাদে প্রতিদিন টিকা দেওয়া হবে। এই সূত্র তথ্য দিয়েছেন মর্ডানা ও সিনোফার্ম দুটো টিকাই নগরবাসী পাবেন।
কেসিসি’র স্বাস্থ্য দপ্তরের ১৪ হাজার ৩৯ ডোজ মর্ডানা ও ৫ হাজার ৪৭৮ ডোজ সিনোফার্মের টিকা মজুদ রয়েছে। ২৮ জুলাই পর্যন্ত মহানগরী এলাকা ৬ হাজার ৭৮৬ জন প্রথম ডোজ ও ১ হাজার ৩০৮ জন দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন।
খুলনা গেজেট/এনএম