দীর্ঘ একযুগ পর বাংলাদেশ হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোসিয়শেনের খুলনা সার্কেলের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নানা জটিলতার কারণে দীর্ঘ ৯ বছর ধরে সংস্থাটিতে প্রশাসকেরা দায়িত্ব পালন করছিলেন। পরে সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে এবং আন্তরিক প্রচেষ্টায় নির্বাচন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তা নির্বাচনে দিপক দাস সার্কেল প্রেসিডেন্ট, কাজী মাসুদুল ইসলাম সার্কেল ভাইস প্রেসিডেন্ট এবং এস এম আলমগীর হোসেন সার্কেল ট্রেজারার নির্বাচিত হন।
এর আগে গত ২০ জানুয়ারি নির্বাহী পরিষদের সাধারণ সদস্য শ্রেণির ৯টি পদে বিজয়ী হন মো. মনিরুজ্জামান খান, হুমায়ুন কবির ভূইয়া, মহিবুজ্জামান কচি, কামাল হোসেন, কাজী এনায়েত কবীর, কাজী মাসুদুল ইসলাম, আসাদুজ্জামান সেলিম, এস এম আলমগীর হোসেন ও দীপক দাস এবং সহযোগী শ্রেণির একটি পদে দিনেশ চন্দ্র দাস বিজয়ী হন।
এছাড়া গভর্ণিং কাউন্সিল সদস্যের ১০টি পদে শেখ বাসিত উদ্দিন, মোল্লা তৌফিকুল হক, শ. গ. ম মোস্তফা কামাল, ফিরোজ আহমেদ, শেখ আসলাম হোসেন, নিজারুল আলম জুয়েল, ফখরুদ্দীন আব্বাস, খান মো. সহিদুল ইসলাম, কাজী সহিদুল ইসলাম ও এস এম এরশাদুল হক বিজয়ী হন।
২০১১ সালের ৫ অক্টোবর হার্ডওয়্যার এন্ড মেশিনারী মার্চেন্ট এসোসিয়শেনের খুলনা সার্কেলে প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এর বিরুদ্ধে রীট করলে বিষয়টি ঝুলে যায়। রীট নিষ্পত্তি শেষে ২০১৫ সালের ১৩ ডিসেম্বর পুনরায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সর্বশেষ প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন অতিরিক্ত খুলনার জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা। তিনিই নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
নির্বাচন পরিচালনা বোর্ডের সভাপতি ছিলেন বশির উল হক, সদস্য সচিব ছিলেন আবদুস সালাম তরফদার ও সদস্য ছিলেন এস এম ওবায়দুল্লাহ।
খুলনা গেজেট/ টিএ