টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। শনিবার (৭ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেপ্টেম্বর-২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে শ্রেষ্ট পুলিশ সুপার নির্বাচিত করা হয়।
খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার) পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) নওরোজ হাসান তালুকদার, আরআরএফ, খুলনাসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০ জেলার পুলিশ সুপার ও খুলনা রেঞ্জাধীন ইন-সার্ভিস টেনিং সেন্টারের কমান্ড্যান্টবৃন্দ (পুলিশ সুপার)।
মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর/২০২৩ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করে সাতক্ষীরা জেলা পুলিশ। এর মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম টানা চতুর্থবারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন, যা খুলনা রেঞ্জের ইতিহাসে বিরল।
অনুষ্ঠানে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম মহোদয়ের নিকট হতে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার, মীর আসাদুজ্জামান, সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ‘শ্রেষ্ঠ সার্কেল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফিজুর রহমান শ্রেষ্ঠ ওসি, কলারোয়া থানার এসআই(নিঃ)/নুর ইসলাম ‘শ্রেষ্ঠ এসআই’ এবং কলারোয়া থানার এএসআই(নিঃ)/আলমগীর হোসাইন শ্রেষ্ঠ এএসআই’এর পুরস্কার গ্রহণ করেন।
খুলনা গেজেট/ টিএ