খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ১৮ জনকে পদায়ন করা হয়েছে। রোববার (১১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগে পদায়নপ্রাপ্তরা হলেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ জসিম উদ্দিন হাওলাদার, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ রবিউল হাসান, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুস শকুর, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে যাচ্ছেন খুমেক হাসপাতালের উপপরিচালক ডাঃ বিধান চন্দ্র ঘোষ।
খুলনা গেজেট/ টি আই