নির্বাচনে অনিয়মের প্রতিবাদ, প্রয়াত রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে এবং দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি কার্যালয় প্রাঙ্গণে দলের বিভাগীয় সমাবেশের পূর্বে যশোর ও চুয়াডাঙ্গার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করছেন। নগরীর বিভিন্ন প্রবেশদ্বার দিয়ে মিছিল নিয়ে প্রবেশের চেষ্টায় পুলিশ বাধা দেওয়ায় দলীয় কর্মীরা একে একে কার্যালয়ের সামনে এসে হাজির হয়। এর আগে কেডিএ ঘোষ রোডের দলীয় কার্যালয়ের সামনে যোহরের নামাজ আদায় করেন নেতাকর্মীরা। সমবেত কর্মীরা কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতের সমর্থনে স্লোগান দিতে থাকে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে অবস্থান করছেন। এর আগে, নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দেন। তিনি দলীয় প্রধান বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমান ছাড়া অন্যকারও নামে স্লোগান না দিতে কর্মীদের প্রতি বার বার অনুরোধ জানান। দলীয় কার্যালয়ের সামনে সহস্রাধিক কর্মী অবস্থান করছে। এর আগে থানার মোড়ে পুলিশ অবস্থান নিয়ে মিছিলে বাধা প্রদান করে।