বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ খুলনা মহানগর শাখার পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের যুগ্ম-সম্পাদকসহ চ্যানেল এস টিভির খুলনা প্রতিনিধি আজ রবিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সাবেক সাধারণ সম্পাদক ও নির্বাহী সদস্য মামুন রেজা, ক্লাব সদস্য আলমগীর হান্নান, সুনীল কুমার দাস, শেখ লিয়াকত হোসেনা। বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের পক্ষে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শাখার যুগ্ম সম্পাদক তাহমিনা আকতার শিপন ও চ্যানেল এস টিভির খুলনা প্রতিনিধি আঃ রাজ্জাক শেখ প্রমুখ।