খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  তিন ঘণ্টা পর হাজারীবাগের ট্যানারি গোডাউনের আগুন নিয়ন্ত্রণে
  চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

খুলনা নগরীতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

খুলনা সদর, সোনাডাঙ্গা, খালিশপুর ও খানজাহান আলী থানা আওয়ামী যুবলীগ আজ শুক্রবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ।

বিকাল ৪টায় দলীয় কার্যালয় হতে খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশের সভাপতিত্বে এবং এস এম হাফিজুর রহমান হাফিজ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগ সভাপতি ও কেসিসি মেয়ের আলহাজ্ব তালুকদার আবদুল খালেক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে অন্ধকারাচ্ছন্ন ও অগ্রগতিকে বাধাগ্রস্থ করতে বিএনপি শুধু এখন নয় সব সময়েই অপতৎপরতায় লিপ্ত থাকে, সেটা দেশের জনগণও এখন জানে। তাই তাদের এই সকল অপতৎপরতায় জনগন এখন কর্নপাত করে না। তারা কিছুদিন পরপর দেশকে অস্থিতিশীল করার নীল নকশা করতে লিপ্ত হয়ে পড়ে। কিন্তু এখন পর্যন্ত তাদের এই দুরভিসন্ধী কাজে আসেনি আর আগামীতেও আসবে না। যুব সমাজকে সর্বদা সজাগ থেকে তাদের যেকোন অপতৎপরতা রুখে দিতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অহিদুল ইসলাম পলাশ, সাবেক ছাত্রনেতা চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, কবির পাঠান, তাজুল ইসলাম, মোস্তফা শিকদার, মশিউর রহমান সুমন, কে এম শাহিন হাসান, সদর থানা যুবলীগ এর রাশেদুজ্জামান রিপন, ইলিয়াস হোসেন লাবু, আরিফুর রহমান আরিফ, শওকাত হাসান, ইকবাল কবির লিটন, কাঞ্চন শিকদার, আসাদুজ্জামান শাহিন, হাসান শেখ,সোহাগ দেওয়ান, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহম্মেদ, বাদল সিপাহী, জামাল শেখ, আনিসুর রহমান, হারুন উর রশিদ, অলক শীল, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল হক শান্ত, নগর ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, ইমাজ উদ্দিন রিপন, পাপ্পু সরকার, মাহমুদুর রহমান রাজেশ, এম এ হোসেন সবুজ, বায়েজিদ সিনা, জনি বসু প্রমুখ।

একই সময়ে খালিশপুর পিপলস গেট হতে খালিশপুর থানা আওয়ামী যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবশে অনুষ্ঠিত হয়। নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন সুজনের সভাপতিত্বে এবং থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মিলন এর পরিচালনায় এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম খালিশপুর থানা যুবলীগের মশিউর রহমান, রবিউল ইসলাম বাপ্পি, ইউসুফ মোল্লা, নুর-এ হেলাল, মোশারফ হোসেন পাঠোয়ারী, আশরাফুল ইসলাম মুন, কামাল মন্ডল, আলম খান, ফাত্তাউল ইসলাম ফাহিদ, মফিজুর রহমান, বাবুল মুন্সি, জনি মিয়া, লিটন, কামরুল প্রমুখ।

নগর যুবলীগ নেতা মোঃ সাজ্জাদুর রহমান লিংকন এর সভাপতিত্বে খানজাহান আলী থানা যুবলীগের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ও বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৩নং ওয়ার্ড আঃ লীগের সভাপতি সভাপতি ইউসুফ আলী খলিফা, খানজাহান আলী থানা আঃ লীগ নেতা এফ এম জাহিদ হাসান জাকির, পিটুকাজী, আবু হেনা বাবলু, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু, থানা যুবলীগ নেতা তরিকুল ইসলাম, আল আমিন, রুবেল, মাওলা, জুলহাস জাহিদ আল মামুন, তরিকুল ইসলাম মনির,রাসেল, রেজাউল, তৌহিদুল, বাপ্পি মুন্সি, জসিম, নিক্কণ মোল্লা, ইমরান, রনি, রানা, ফয়সাল, হাফিজুর, বায়েজিদ, মামুন, ৩৩, ৩৪, ৩৫, ৩৬ ও ২ নং ওয়ার্ডের যুবলীগ নেতৃবৃন্দ।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!