খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এসএ রহমান বাবুলকে ফুলতলা থানার নাশকতার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার (৩১ মে) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত।
এরআগে, ওই মামলায় ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ আবুল বাশার, সদস্য সচিব মনির হাসান টিটো, বিএনপি নেতা এনামুল হক পারভেজ, কামরান হাসান, টিটো জমাদ্দার ও আফতাব উদ্দিন খান বিদ্যুতের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে আদালত।
গত ৮ এপ্রিল সরকারি কাজে বাধা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫জন ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেন এসআই রফিকুল ইসলাম।
অপরদিকে, বটিয়াঘাটা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বায়েজিদ হোসেনকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
অবিলম্বে সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তিসহ রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী।
খুলনা গেজেট/ এসজেড