শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত জেনারেল হাসপাতালের বহির্বিভাগে ৪৩ টি ওষুধ সরবরাহ হচ্ছে। এর মধ্য দিয়ে বহির্বিভাগে ওষুধের সংকট কেটেছে। এখন হাসপাতাল সংলগ্ন ফার্মেসি থেকে ওষুধ আর কিনতে হচ্ছে না। ফলে রোগীদের চিকিৎসা ব্যয় কমেছে।
স্বাস্থ্যবিভাগের সূত্রগুলো বলেছেন, এখন আর বহির্বিভাগে ওষুধের সংকট নেই। স্বাস্থ্য বিভাগ এ বিষয়টি গুরুত্ব দিয়েছেন। বহির্বিভাগে প্যারাসিটামল ৫০০ এমজি , এন্টাসিড,ডাইক্লোফেন, কিলম্যাক্স,বি কমপ্লেক্স, ক্যালসিয়াম ৩০০এমজি, এমলোডিপিন, রোমানা, সিরাপ প্যারাসিটামল, সিরাপ স্যারটিজাইন, সিরাপ জিংক, সরবরাহ হচ্ছে।
খুলনার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেছেন, রোগীরা ওষুধ পায়না এ অভিযোগ এখন আর সত্য নয়। ওষুধ না পেয়ে ফেরত যায় এমন রোগীর দেখা মেলে না। ভর্তি হওয়া রোগীরাও ওষুধ পাচ্ছে।
আবাসিক মেডিকেল অফিসার মুরাদ হোসেন তথ্য দিয়েছেন বহির্বিভাগের ৮০ শতাংশ রোগী ওষুধ পাচ্ছেন। ভর্তি হওয়া ৯০ শতাংশ রোগী ওষুধ পেয়ে থাকেন। তিনি বলেন, জেনারেল হাসপাতালে ওষুধ সরবরাহের ক্ষেত্রে কোন অসামঞ্জস্য নেই। ভর্তিকৃত রোগীদের বাকি ১০ শতাংশ ওষুধ সমাজসেবা অধিদপ্তর সরবরাহ করে আসছে।