বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি ভাষাসৈনিক আলহাজ্ব লোকমান হাকিম, কোষাধ্যক্ষ দানবীর আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ ও নির্বাহী সদস্য আলহাজ্ব হাফিজ মাহমুদ স্বপন দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে শয্যাশায়ী তাঁদের অসুস্থ সকলের সুস্থতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আবু মোহাম্মদ ফেরদাউস, সাবেক সভাপতি আলহাজ্ব লিয়াকত আলী, শামসু উদ্দিন শুনু, এড. ফিরোজ আহমেদ, এড. আব্দুস সালাম, খান ফজলার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাউয়ুম, সরদার মোতাহার উদ্দিন, খান মোঃ মোঃ ফেরদাউস, শেখ মোঃ ফেরদাউস, স ম আবুল বাশার, রওশন ইয়াজদানী, মেলালা শাহবুরসহ মরহুম সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনায় আজ ৮ মার্চ সোমবার আছর নগরীর ডালমিল মোড়স্থ কুদরাতিয়া জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা মোস্তফা আহেমেদ। পরে আলোচনা সভা খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতির কার্যালয়ে গঠনের সহ-সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজের সভাপতিত্বে ও মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ মার্চ বৃহস্পতিবার বেলা ১২টায় কেডিএ-এর চেয়ারম্যানকে স্মরাকলিপি প্রদান ও খুলনা দিবস পালন এবং সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
অসুস্থ নেতৃবৃন্দকে দেখতে ও দোয়া চেয়ে আলোচনা করেন, সংগঠনের যুগ্ম মহাসচিব মহেন্দ্র নাথ সেন, আলহাজ্ব আবু সুফিয়ান, শেখ আব্দুল হালি, ক্রীড়া সম্পাদক আব্দুল খালেক শিকদার, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, মোঃ হাছিবুর রহমান হাছিব, মুন্সী আহমদ হোসেন, শাহ জাফর মাহমুদ মেহেতা, তপন পাল, শাহ লায়েক উল্লাহ, শামসুর রহমান বাবুল, সরদার মোশাররফ হোসেন, সিরাজুল ইসরাম চৌধুরী, মোঃ আঃ রাজ্জাক, এস এম তামজিদ হোসেন সৌরভ, সোহাগ মল্লিক প্রমুখ।সূত্র : প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/কেএম