খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন ও ডিজিটালাইজেশন করার লক্ষ্যে আজ রবিবার বিকালে শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
সভার শুরুতে কেন্দ্রীয় লাইব্রেরি অটোমেশন ও ডিজিটালাইজেশন করার বিভিন্ন দিক ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সম্যক ধারণা দেন আইটি ফার্ম ইলেক্ট্রো হোম এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম মবিন ও পরিচালক (টেকনিক্যাল) মিথুন মোদক।
সভায় উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিকে অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সময়োপযোগী করার কাজ জোরদার করা হচ্ছে। তিনি দ্রুততম সময়ের মধ্যে কেন্দ্রীয় লাইব্রেরি ডিজিটালাইজেশনের মাধ্যমে সর্বোত্তম ব্যবহার উপযোগী করতে লাইব্রেরির সকল প্রকারের আধুনিক সুবিধা সমন্বিত করার বিষয়ে তাগিদ দেন। তিনি পর্যায়ক্রমে লাইব্রেরির মান বিশ্বমানে উন্নীত করার উপরও জোর দেন।
মতবিনিময় সভায় লাইব্রেরি অটোমেশনের বিভিন্ন টেকনিক্যাল দিক নিয়ে আলোচনা করেন সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ নাসিফ আহসান, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসান, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, আইসিটি সেলের পরিচালক ড. কাজী মাসুদুল আলম। সভা সঞ্চালনা করেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ সারওয়ার জাহান।
খুলনা গেজেট/এএ