খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষাকোর্স সম্পন্ন উপলক্ষে ৩ দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব ২৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে। সকাল ১০ টায় এ উৎসবের উদ্বোধন করা হবে।
এ দিন বিকেল ৫ টা থেকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দ্বিতীয় দিন ২৮ অক্টোবর সকাল ১০ টায় এক আলোচনা সভা আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বিকেল ৫ টায় ১৮, ১৯ ও ২০ ব্যাচের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। তৃতীয় দিন ২৯ অক্টোবর বিকেল ৫ টায় মুক্তমঞ্চের সামনে কনসার্ট অনুষ্ঠিত হবে।
এদিকে তিন দিনব্যাপী শিক্ষাসমাপনী উৎসব সুষ্ঠুভাবে সম্পন্নে ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর মোঃ শরীফ হাসান লিমনের সভাপতিত্বে আজ বুধবার বিকেল ৩ টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভোষ্টবৃন্দ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালকবৃন্দ, বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক প্রতিনিধি ও সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে, কোনোরকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে গোটা ক্যাম্পাস সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া হল রোড ও ক্যাম্পাসের আশে-পাশের এলাকায় সাদা পোশাকে এবং পোশাকধারী পুলিশ ও গোয়েন্দা সংস্থার নজরদারী থাকবে।
শিক্ষাসমাপনী উৎসব উদযাপনে সংশ্লিষ্ট ১৮ ব্যাচের শিক্ষার্থীদেরকে এ সংক্রান্ত উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করার জন্য বলা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড