লম্বা হুইসেল বাজিয়ে সকাল সোয়া ১০ টায় ক্যাম্পাস ত্যাগ করলো রিফাতের মরদেহবাহী এ্যাম্বুলেন্সটা। যে ক্যাম্পাসকে ভালবেসে একদিন তিনি ভর্তি হয়েছিলেন উচ্চ শিক্ষার আশায়, তা শেষ করার আগেই সৃষ্টিকর্তার ডাকে ইহকাল ছেড়ে চলে যেতে হয়েছে তাকে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র (১৯ ব্যাচ) মোঃ রিফাত হোসেন। শনিবার রাত সাড়ে ৮ টায় ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।
এর আগে গত বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সাথে সাথে তাকে ঢাকায় স্থানান্তর করা হলেও চিকিৎসকদের সকল প্রচেষ্টা হার মেনেছে নিয়তির কাছে। রাতেই তার মৃত্যু সংবাদ পৌঁছায় খুলনায়। শোক জানিয়ে ও তার আত্মার মাগফিরাত কামনা করে ফেসবুকে পোস্ট দেন নিজ ডিসিপ্লিনের শিক্ষক ও সহপাঠিরা।
রিফাতের মরদেহ আজ সকালে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হলে এক শোকবহ পরিবেশের সৃষ্টি হয়। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে অনুষ্ঠিত হয় নামাজে জানাজা। সেখানে শরীক হন তার নিজ ডিসিপ্লিন সমাজবিজ্ঞান সহ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক সহপাঠি, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারি। জানাজা শেষে শোকবহ পরিবেশে রিফাতকে বিদায় জানান সবাই।
এরপর বেলা ১১ টায় নগরীর বানরগাতি ইসলাম কমিশনারের মোড়ে বায়তুল মেরাজ জামে মসজিদে দ্বিতীয় জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হয়েছে তাকে।
বাদ যোহর মরহুমের রুহের মাগফিরাত কামনা করে খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ও প্রশাসন ভবন সংলগ্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
খুলনা গেজেট/এনএম